নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় গ্রেফতার হওয়া চাকরিচ্যুত র্যাব কর্মকর্তা লে. কমান্ডার এমএম রানার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার বিকেল পৌনে ৫টায় ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রানাকে হাজির করা হয়। ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে হাজির করে আদালতে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান ৭ খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির ওসি মামুনুর রশিদ মন্ডল। রিমান্ড অাবেদনের শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত।
এর আগে শনিবার গভীর রাতে গ্রেফতারের পর রাতেই রানাকে নারায়ণগঞ্জে এনে মাসদাইর পুলিশলাইনে রাখা হয়। সেখান থেকে তাকে আজ বিকেলে কড়া পুলিশি পাহারায় আদালতে আনা হয়েছে।
শনিবার দিনগত গভীর রাত দেড়টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে রানাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।