চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ১২ উপজেলায় আগামীকাল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।
ষষ্ঠ ধাপে ১২ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন।
ষষ্ঠ ধাপেও ভোটগ্রহণের আগে ও পরে মোট ৫ দিন সেনা টহল থাকছে। এসব এলাকায় ইতোমধ্যেই ভোটের ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করা হয়েছে। নির্বাচনের আগের দিন আজ রবিবার মধ্যরাত থেকে ১২ উপজেলায় সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ষোষিত তফসিল অনুযায়ী রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলী, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ, রাজবাড়ীর কালুখালী, গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভোট হবে।