সাতক্ষীরার ছয়ঘোরিয়া এলাকায় ডাকাত-পুলিশ সংর্ঘষে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি নাইন এম এম পিস্তল ও দেশি ওয়ান সুটারগানসহ ১০ রাউন্ড গুলি। আটকের পর গুলিবিদ্ধ তিন ডাকাতকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার রাত ২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কে ছয়ঘোরিয়া এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে নৈশকোচে ডাকাতির প্রস্তুতিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর সার্কেল কাজী মনিরুজ্জামান মনির জানান, সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘোরিয়া এলাকায় ঢাকাফেরত নৈশ কোচে ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন খবর পেয়ে সদর থানা ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল ছয়ঘরিয়ায় অবস্থান নেয়। এসময় ১৫/১৬ জনের একদল ডাকাত পরিবহনে ডাকাতির মুহূর্তে পুলিশ চ্যালেঞ্জ করলে উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় আধা ঘণ্টা ধরে গোলাগুলির এক পর্যায়ে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় অন্যরা পালিয়ে যায়।
গুলিবিদ্ধ তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন: সাতক্ষীরার পাটকেলঘাটার চৌগাছা গ্রামের আলফাজ আহমেদের ছেলে পলাশ আহমেদ ( ৩৫), সাতক্ষীরা সদর উপজেলার বেড়বাড়ির জামাল গাজির ছেলে আলমগীর হোসেন (২৬) ও খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের মতলেব শেখের ছেলে মতিয়ার রহমান সাগর (২৮)। তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে ১০ রাউন্ড গুলিসহ একটি আমেরিকান নাইন এম এম পিস্তল ও গুলিসহ একটি ওয়ান শ্যুটার গান জব্দ করা হয়েছে । এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। মামলা নং-৩৭।