নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত কমিশনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য হওয়া আসনটির উপ-নির্বাচনের জন্য আজ সোমবার বিকেলে তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ২৬ জুন নির্বাচনের দিন নির্ধারণ করে বিকেল ৩টা বা তার কিছু পরে এ তফসিল ঘোষণা করা হতে পারে।
কমিশনের জরুরি বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রফিক উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান গত ৩০ এপ্রিল ভারতের দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার আসনটি থেকে ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।