মুন্সীগঞ্জ জেলার রসুলপুরের কাছে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ-৪ ডুবির ঘটনায় মালিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে জেলার গজারিয়ার দৌলতপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে এমভি মিরাজ-৪ লঞ্চটি ডুবে যায়।