অর্থ আত্মসাতের অভিযোগে র্যাব-৩ এর এক কোম্পানি কমান্ডারসহ ১৮ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের মুখপত্র ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, র্যাব-৩ এর অপরাধ প্রতিরোধ কোম্পানি (সিপিসি) ৩ এর কমান্ডার মেজর আলী আহসানসহ ওই কোম্পানির সব সদস্যকে গতকাল রবিবার দায়িত্ব থেকে সরিয়ে র্যাব সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং) উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান আজ সোমবার সকালে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজকে র্যাব-৩ এর কর্মকর্তাদের প্রত্যাহারের বিষয়টি অস্বীকার করে বলেন, তাদের র্যাব সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। কি কারণে তাদের র্যাব সদর দপ্তরে সংযুক্ত করে হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এটি একটি রুটিন ওয়ার্ক।