আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, 'নূর হোসেন বিএনপির গুপ্তচর হিসেবে পরিকল্পিতভাবে আওয়ামী লীগে প্রবেশ করেছে।'
আজ সোমবার দুপুরে সেগুনবাগিচা বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে চলমান রাজনীতি: প্রতিবেশী দেশের সরকার পরিবর্তন নিয়ে বিএনপির নেতাদের বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাহারা বলেন, 'বিএনপির গুপ্তচর হিসেবে নূর হোসেন নারায়ণগঞ্জে ওই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এখন বিএনপির নেতারা লাফালাফি করছে। আমি বলতে চাই এতো লাফালাফি করে কোনো লাভ হবে না। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উৎঘাটন করা হবে।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই বিএনপি নানা প্রচারণা চালিয়ে বলে বাংলাদেশ ভারত হয়ে যাবে। এখন তারা ভারত নিয়ে লাফালাফি করেছে। কতবড় নির্লজ্জ হলে এরকম কাজ করে তা বোঝাই যাচ্ছে।'
সাহারা খাতুন বলেন, 'নারায়গঞ্জের ঘটনায় প্রধান আসামি নূর হোসেন আগে বিএনপির নেতা ছিল। এখনো তাকে গ্রেপ্তার করা যায়নি। দ্রুত তাকে খুঁজে বের করতে হবে। সে যেন কোনো ছাড় না পায় সে ব্যবস্থা গ্রহণ করা হবে।'