বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠির কথাগুলো হাস্যকর।'
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আজ সোমবার দুপুর ১টার দিকে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির মতো আওয়ামী লীগও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল। তাই বিশাল ম্যান্ডেট পাওয়া এ দুটি দল দুই দেশের জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করতে পারবে।'
তিনি বলেন, 'যে নির্বাচনে জনগণ ভোট বর্জন করেছে ও দেশের ৯৫ ভাগেরও বেশি মানুষ ভোটকেন্দ্রে যায়নি। সেখানে বিপুল ম্যান্ডেটের কথা বলে তিনি (শেখ হাসিনা) নিজেকে যেমন ছোট করেছেন, তেমনি বাংলাদেশকেও ছোট করেছেন।'
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, 'হত্যা, খুন, গুম নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত রয়েছে। নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের সঙ্গে র্যাব অর্থের বিনিময়ে জড়িত- এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।'
তিনি বলেন, 'র্যাব তৈরি করা হয়েছিল জঙ্গিবাদ সন্ত্রাস দমনে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে রাজনৈতিক উদ্দেশ্যে র্যাবকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।'
গণবিরোধী সরকার পতনে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফাখরুল।