নারায়ণগঞ্জ শহরের দেওভোগে দুটি বিপণিবিতানে আগুন লেগে শতাধিক দোকান ও কারখানা পুড়ে গেছে। আজ বুধবার ভোর ৪টার দিকে দেওভোগ এলাকার সোর্হওয়াদী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের ভূইয়া মার্কেটেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ও ঢাকা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
টিনশেডের তৈরি মার্কেট দুটিতে মূলত পাঞ্জাবি ও হোসিয়ারি পণ্য (বড়দের অর্ন্তবাস, গেঞ্জি ও বাচ্চাদের কাপড়) উৎপাদন ও তা পাইকারিভাবে বিক্রি করা হতো। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আগুনে মার্কেট দুটির প্রায় শতাধিক দোকান ঘর পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। এসব ঘরে রাখা পণ্যের বেশিরভাগ আসন্ন রোজায় ঈদ উপলক্ষ্যে বিক্রির জন্য মজুদ করা ছিল।