লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বুধবার সন্ধ্যায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার সংঘর্ষে মিলন হোসেন (২২) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহত মিলন টংভাঙ্গা ইউনিয়নের কাসাইটারী বটতলা এলাকার আব্দুল হামিদের ছেলে।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বুধবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যায় ওই এলাকায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হোটেল শ্রমিক মিলন হোসেন সংঘর্ষ থামাতে যান। এক পর্যায়ে উভয় গ্রুপের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন মিলন। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।