ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীমের শরীরে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর হরা হয়েছে।
এর আগে আজ বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে এনামুল হক শামীম তার ধানমণ্ডির ১০/এ, ৪৬ নম্বর বাসা থেকে বের হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার হাতে বিদ্ধ হয়। গুলির শব্দে আশে পাশে আতংক ছড়িয়ে পড়ে। আশে পাশের মানুষ তাকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শামীমকে প্রথমে বাংলাদেশ মেডিকেলে ভর্তি করা হয় এবং পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই খবর শোনার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। শামীমকে গুলি করার খবর শুনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীরা হাসপাতালে ছুটে আাসে।
এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ আজ দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে, এনামুল হক শামীমকে দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
অপরদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সম্প্রতি বিএনপি নেতারা যেসব বক্তব্য দিচ্ছেন তার সঙ্গে এ ঘটনার মিল পাওয়া যাচ্ছে। তারা আওয়ামী লীগের রাজনীতিকে শূন্য করে দিতে চান। চোরাগোপ্তা হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না।