গত ১০ থেকে ১৩ জুন মিয়ানমার সংকট নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকের আলোচনা প্রসঙ্গে আজ এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সকাল ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবার দেন বিজিবি মহাপরিচালক মে. জে. আজিজ আহমেদ।
মিয়ানমার সংকটের বিভিন্ন প্রসঙ্গে আলোচনার পর বিজিবি মহাপরিচালক 'কড়া নজরদারি থাকতেও নূর হোসেন কিভাবে সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে পালিয়ে গেল' সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বলেন, এটা আমাদের ব্যর্থতা নয়, জনবলের সীমাবদ্ধতা। সীমান্তের প্রতিটি অংশ পূর্ণ নজরদারির ভেতর আনা এখনও আমাদের পক্ষে পুরোপুরি সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জে সাত হত্যা মামলার অন্যতম আসামি হাসমত আলি হাসুকে বিজিবি আটক করেও পরে ছেড়ে দিয়েছে সাংবাদিকরা এমন অভিযোগের উত্তরে বিজিবি মহাপরিচালক বলেন, এই অভিযোগ সত্য নয়। হাসমত আলি হাসু নামে কাউকে বিজিবি আটক করেনি, ছেড়েও দেয়নি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।