রাজশাহী মহানগর পুলিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এ অভিযুক্ত মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি বাগেরহাটের খান মোহাম্মাদ আকরাম হোসেনকে গ্রেফতার করেছে।
রাজশাহীর পবা উপজেলার ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক খন্দকার নুর হোসেন জানান, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে আকরাম হোসেন বাগেরহাট থেকে পালিয়ে যান।
পবা উপজেলার ভূমি অফিস সংলগ্ন এলাকায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা করে। পরে তাকে রাজপাড়া থানা পুলিশের হেফাজতে রাখা হয় বলে জানিয়েছেন নুর হোসেন।