'সংলাপ হলেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সড়ে দাঁড়াবে না। সংলাপ যদি হয় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিয়েই করতে হবে' বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল শ্রদ্ধা জানানো শেষে তিনি এসবক কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, 'দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্দালীয়, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। আলোচনার মাধ্যমেও যদি সরকার জনগণের দাবি না মানে জনগণ কঠোর আন্দোলনে যাবে। আর এ আন্দোলনে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।'