আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমকে গুলি করে হত্যার চেষ্টায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়। শামীমের পরিবার শুক্রবার রাত ১১টার দিকে মামলাটি করেন। এতে তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী শামীমের চাচা নাসির উদ্দিন। মামলা নম্বর হচ্ছে-১৭।
এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে গাড়িতে করে যাওয়ার সময় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের সামনে তিনজন মটরসাইকেল আরোহী শামীমকে হত্যা করার উদ্দেশে গুলি করে পালিয়ে যায়।
থানার সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন আওয়ামী লীগ নেতা মো. শামীম। তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ, পরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।