বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'জাতিসংঘের মহাসচিব বান কি মুন মধ্যবর্তী নির্বাচন দেওয়ার প্রস্তাব করেছিলেন। রাষ্ট্রপতি তা প্রত্যাখান করে জাতির সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন।'
আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর নয়া পল্টন ভিক্টোরিয়া হোটেলের হল রুমে আয়োজিত বিএনপির এক রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
এসময় রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দলের নয়, দেশের হয়ে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান ফখরুল।