টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৯নং ব্রিজের কাছে কালিহাতী উপজেলার আনালিয়া নামক স্থানে রেল লাইনের নিচের মাটি সড়ে যাওয়ায় রেল লাইনটি দেবে যায়। এতে করে ঢাকা থেকে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উত্তরবঙ্গ থেকে ঢাকা গামী সিল্ক সিটি ট্রেনটি বঙ্গবন্ধু সেতু স্টেশনে আটকা পড়ে আছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, গত দুইদিন যাবত অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কালিহাতী উপজেলার আনালিয়া নামক স্থানে রেল লাইনের নিচের মাটি সড়ে যাওয়ায় রেল লাইনটি দেবে গেছে। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মেরামতের কাজ চলছে দেড় ২ ঘন্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।