আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, 'কিছুদিন আগে বিএনপির নেতারা বলেছিলেন চোরা-গোপ্তা হামলা চালাতে হবে। তার বাস্তবায়ন এখন দেখা যাচ্ছে। এই চোরা-গোপ্তা হামলার দায় বিএনপিকেই নিতে হবে। ভবিষ্যতেও যদি কোনো হামলা হয় তার জন্যও বিএনপিই দায়ী থাকবে।'
আজ শনিবার দুপুরে রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, 'সর্বশেষ তারা রমজানে ছয় হাজার ইফতার পার্টির আয়োজন করার কর্মসূচি হাতে নিয়েছে। আমি বলব, তারা এর মাধ্যমে আরো ছয় হাজার জায়গাতে চাঁদাবাজি করবে।'
খালেদা জিয়ার জয়পুরহাট সফর সম্পর্তে তিনি বলেন, 'দলকে চাঙ্গা করতে খালেদা জিয়া ঝড়-ঝাপ্টা উপেক্ষা করে জয়পুরহাটে যাচ্ছেন। কিন্তু অনুরোধ জানাবো, সেখানে কোনো ধরনের উস্কানি ও নৈরাজ্যের নির্দেশ দেবেন না।'
হাছান মাহমুদ বলেন, 'বিদেশিদের কাছে যাওয়ার পরিবর্তে জনগণের কাছে যাচ্ছেন এই জন্য খালেদাকে ধন্যবাদ। তবে আরো ধন্যবাদ জানাতাম যদি গাড়িতে আগুন ও বাড়িঘরে আগুন দিয়ে যেসব মানুষকে হত্যা করেছেন তাদের পরিবারের কাছে গিয়ে ক্ষমা চাইলে।'
সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, 'রাষ্ট্রপতি জাতিসংঘে গিয়ে বলেছেন সরকারের মেয়াদান্তে সংলাপ হতে পারে। এই মুহূর্তে সংলাপের কোনো প্রয়োজন দেখছি না।'
তিনি আরও বলেন, 'আপনারা পরবর্তী নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। তবে সেই নির্বাচনেও নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অযথা বিদেশিদের কাছে ধর্না দেবেন না। কারণ আপনারা অতীতে কয়েকবার ক্ষমতায় ছিলেন।এতে আপানাদের মান যায়। দেশেরও মান যায়।'