খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, 'এই মুহুর্তে বাংলাদেশে কোনো সংলাপ ও নির্বাচনের প্রয়োজন নেই। মানুষ অত্যন্ত স্বস্তিতে, শান্তিতে আছে। কোনো রাজনৈতিক সংকট নেই। আমরা কোন সংকট দেখছি না। কেবল মাত্র বিএনপি ও তাদের বিদেশী বন্ধুদের মুখে এবং টিভি টকশোর মাধ্যমেই সংকট দেখি। এই মুহুর্তে কোন দলের সাথে আলোচনার কোন সুযোগ নেই, সম্ভবনা নেই, প্রয়োজন নেই।'
আজ শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর হলরুমে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট 'শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, 'আমরা সংলাপ চালিয়ে যাচ্ছি জনগণের সাথে। আগামী ৫বছর জনগণের সাথে এমনভাবে সংলাপ-আলোচনা চালিয়ে তাদের সমস্যা সমাধান করবো যাবো যাতে করে আগামীতে আমাদের ভোট দিয়ে আবার নির্বাচিত করে। এই মুহুর্তে ওই সমস্ত দলের সাথে, কোন গোষ্টির সাথে কোন সংলাপ হবে না,হবে না।'
তিনি বলেন, 'বিএনপি ষড়যন্ত্রের পিটয়সী। এরা সুপরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাকে হত্যা করার সামনে যাদেরকে দেখি, তারা আসল নয়, জিয়াউর রহমান ছিলেন মূল নায়ক। জামায়াতের গর্ভ থেকে বিএনপি জন্ম। ষড়যন্ত্রের মাধ্যমেই বিএনপি নামক দলটির জন্ম হয়েছে।'
বুদ্ধিজীবিদের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, 'আমাদের অনেক বুদ্ধিজীবি আছেন, যারা মাঝপথে চলেন। সত্য কথা বলে না। সত্য কথা বলতে সাহস পান না, এরা জ্ঞান পাপী।'
তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, 'কেউ অর্বাচীন বালকের কথা বলেন। তিনি, বিদেশের মাটিতে বসে তথ্য সন্ত্রাস করছেন। নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছেন। আর ওই অর্বাচনী বালক বিদেশে বসে যে কথা গুলো বলা হচ্ছে, এখানে তাদের মুরব্বীরা সেই মিথ্যাকেই জায়েস করে দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছে।'
তিনি আরো বলেন, 'একটি চক্র আমাদেরকে বিদেশী বন্ধুদের কাছ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। কিন্তু পারেনি। বিদেশী বন্ধুরান এখন আমাদের প্রতি সাহায্যে হাত বাড়িয়েছেন, সহায়তা করছেন। প্রধানমন্ত্রী সমপ্রতি চীন, জাপান সফর করেছেন। ভারতের সাথেও সর্ম্পক আরো ভাল হবে। তাদের উত্ফুল্ল হওয়ার কিছুই নেই।'
সংগঠনের সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সহ-সম্পাদক বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদার, পীযুষ বন্ধোপাধ্যায়, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।