যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'রাস্তার রং সাইড দিয়ে গেলে পার পাবেন না ভিআইপিরাও। এমনকি মন্ত্রী-এমপি হলেও যেন তাদের এই সুযোগ দেওয়া না হয়।'
যোগাযোগমন্ত্রী বলেন, 'মন্ত্রী এমপি হয়েছেন বলে কি আকাশ থেকে উড়ে এসেছেন। তাদের এক জনের জন্য হাজার হাজার মানুষ কষ্ট করবে এটা মেনে নেওয়া যায় না। আমি নিজেই রং সাইড দিয়ে যাবো না। পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, কেউ এর বিরুদ্ধে কথা বললে বলবেন এটি ডিটিসিএ’র সিদ্ধান্ত।'
আজ শনিবার দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কাউন্সিল ভবনে ‘ট্রাফিক এন্ড ট্রান্সপোর্টেশন প্রোবলেম ইন মেগাসিটি ঢাকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'রাস্তায় ৬ ঘণ্টা যানজটে রেখে নিজেকে কখনও সফল মন্ত্রী ভাবতে পারি না। আমি সফলতার পথের যাত্রী তাই সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি।'
তিনি বলেন, 'চুরি ধরতে আমি রাস্তায় আছি। রাস্তায় থাকলে আসল চিত্র দেখা যায়। চাঁদাবাজি শুধু পুলিশ করে না এর সঙ্গে রাজনীতিও জড়িত। রাজনীতির মধ্যে ফরমালিন, হাইব্রিড ঢুকে গেছে। এই ফরমালিন হাইব্রিড মার্কা রাজনীতি দিয়ে রাতারাতি সফলকাম হওয়া যাবে না।'
তিনি আরও বলেন, 'আমি মাল, টাকা পয়সা কামানোর ধান্ধা করি না। মন্ত্রী হয়ে লুটপাট করে সম্পদের মালিক হবার জন্য আসি নাই। একজন রাজনীতিবিদের জীবনে মানুষের ভালোবাসাই বড়। অনেক সমালোচনা আছে তারমধ্যেও আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে।'