ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, 'খালেদা জিয়ার চোখে কেবল অন্ধকার। এই অন্ধকারেই তিনি নতুন কর্মসূচি নয় বরং হত্যাকাণ্ডের ছক আঁকছেন।'
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আয়োজিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বর্তমান সরকারের সার্বিক সফলতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।
মায়া বলেন, 'ছাত্রলীগের সাবেক সভাপতি শামীমকে প্রকাশ্য দিবালোকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। এতেই প্রমাণিত হয় খালেদা জিয়া ঈদ পর্যন্ত অপেক্ষা না করে ঈদের আগেই হত্যাকাণ্ডে মেতে উঠেছেন।'
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ হলো বটগাছ। এই বটগাছে ধাক্কা দিলে আপনারা নিজেরাই চিত হয়ে পড়বেন।'
তিনি বলেন, 'কিসের আলোচনা, আলোচনা কি মামা বাড়ির আবদার। ২০১৯ সালের আগে নির্বাচন নিয়ে কোনো আলোচনা নয়। তবে জাতীয় ইস্যু নিয়ে আলোচনার ব্যাপারে আমরা ভেবে দেখব।'