টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৯নং ব্রিজের কাছে কালিহাতী উপজেলার আনালিয়া নামক স্থানে রেললাইনের নিচের মাটি সড়ে যাওয়ায় রেললাইনটি ডেবে যায়। এতে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় ইব্রাহিমাবাদ স্টেশনে ও টাঙ্গাইল ঘারিন্দা স্টেশনে চিত্রা এক্সপ্রেস আটকা পড়ে। মেরামতের কাজ করার পর সাড়ে ৫ ঘণ্টা পর আটকে পড়া ট্রেনগুলো চলাচল শুরু করেছে। তবে ডেবে যাওয়া অংশে ট্রেন ধীর গতিতে চলছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, গত দুইদিন যাবত অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কালিহাতী উপজেলার আনালিয়া নামক স্থানে রেললাইনের নিচের মাটি সড়ে যাওয়ায় রেল লাইনটি ডেবে গেছে। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মেরামতের কাজ চলছে। বিকেল সাড়ে ৩টায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
এদিকে, গত দুইদিন ধরে অতিরিক্ত বৃষ্টির ফলে টাঙ্গাইল পৌর এলাকার শতাধিক কাঁচা ঘরবাড়ি ও দেয়াল ধসে পড়েছে। সব্জি ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া শহরের বেড়াবুচনা, বাগান বাড়ি ও সবুজবাগ তিনটি গ্রাম বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। পৌর এলাকার প্রায় সকল রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় পানি নামতে পারছে না। এতে করে পৌর এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছে।