প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন, 'ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। এখন আর কেউ এ নিয়ে টিটকারি দেয় না।'
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে 'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়।
জয় বলেন, 'পাঁচ বছর আগে আমরা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছিলাম তখন অনেকে টিটকারি করেছিলো। আপনারাই দেখছেন আপনাদের কোথা থেকে কোথায় নিয়ে এসেছি। আজ আর কেউ টিটকারি দেয় না। অনেকের ধারণা সরকার সব কাজ পারে না। তবে আওয়ামী লীগ সরকার দেখিয়ে দিয়েছে যে তারা পারে।'
শুধু ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে ৭০টি সেবা দেওয়া হয়ে থাকে বলে অনুষ্ঠান থেকে জানানো হয়।
ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির দিক তুলে ধরে জয় বলেন, 'এখন আমাদের এ অগ্রগতিকে আরো এগিয়ে নেয়াই কাজ। সরকারের সব সেবা ২০২১ সালের মধ্যে ডিজিটালাইজড হবে। যেন কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে না হয়। আইটি এক্সপার্ট বাড়ানোই আমাদের মূল টার্গেট।'