৫ জানুয়ারির নির্বাচনের পর এই প্রথম বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জয়পুরহাটে আসছেন।
আজ রবিবার দুপুর ১২টায় তিনি জয়পুরহাটে জনসভায় যোগ দেয়ার জন্য বগুড়া থেকে রওনা হবেন। বিকেল তিনটায় জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।
এসময় তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং হত্যা, গুম, নির্যাতন ও মামলা-হামলার প্রতিবাদসহ নিযার্তিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের উজ্জীবিত করতে ভাষণ দেবেন। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান।
উত্তরাঞ্চলের এ ছোট জেলায় বিএনপি প্রধানের প্রথম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুর রহমান।
এ ছাড়াও বিএনপি চেয়ারপার্সনের সফর সঙ্গী হিসাবে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এবং দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ জনসভায় যোগ দেবেন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান বলেন, 'বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন এখন শুধু নেত্রীর ভাষণ শোনার প্রহর গুনছেন জয়পুরহাটবাসী।'