বরিশাল- ৫ শূন্য আসনে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন সদ্যপ্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজ হিরণ। আজ রবিবার জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আ. স. ম. ফিরোজ, হুইপ মো. শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মো. শাহাব উদ্দিন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ ও সংসদ সদস্য পংকজ নাথ।