মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বাগেরহাটের খান মোহাম্মাদ আকরাম হোসেনকে (৬০) ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।
আকরাম হোসেনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে একসঙ্গে ৪২ জনকে হত্যা, বাজার লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। ২০০৯ সালে মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস বাদী হয়ে আকরাম হোসেন খানের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে মামলা করেন।