সরকার হটানোর আন্দোলনে সবাইকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এ 'জালিম' সরকারের কাছে দেশের কেউই নিরাপদ নয়। একের পর এক গুম-হত্যা শুরু হয়েছে। লুটপাটের রাজত্ব শুরু হয়েছে। আজ দুপুর ২টায় জয়পুরহাটে পূর্বনির্ধারিত জনসভার উদ্দেশ্যে বগুড়া সার্কিট হাউজ ত্যাগ করার সময় তিনি এসব কথা বলেন।
এদিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রবিবার দুপুর ২টায় জয়পুরহাট সদরের সরকারি বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে জনসভা শুরু হয়েছে। ১২টার পর থেকেই জনসভাস্থলে বৃষ্টি মাথায় নিয়ে লোকজন জড়ো হতে শুরু করেছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী সভাপতিত্বে স্থানীয় নেতারা জনসভায় বক্তব্য দেবেন। বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জনসভার উদ্দেশ্যে রাজধানী থেকে গতকাল রাতে বগুড়া সার্কিট হাউজে পৌঁছেন বিএনপি চেয়ারপার্সন।