আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অাজ সকাল ৭টায় ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে স্থাপিত প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা জানান। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর পায়রা উন্মুক্ত ও বেলুন উড়ান তিনি।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ৬৫ বছরে দলের অর্জন অনেক। এগুলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে এম দাস লেনে অবস্থিত রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমর্থক হিসেবে পরিচিত নেতা-কর্মীদের এক বৈঠকে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল ‘আওয়ামী মুসলিম লীগ’।
নবগঠিত এই দলটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং শামসুল হক হয়েছিলেন সাধারণ সম্পাদক। এতে যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বিরোধী দল ছিল এটি। অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার ধারাবাহিকতায় পরবর্তীতে দলটির নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়।
দিনটি উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।