মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর রায় আগামীকাল মঙ্গলবার। আজ সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
গত ২৪ মার্চ মামলাটির যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।
গত ২৪ মার্চ আসামিপক্ষের যুক্তিতর্কের পাল্টা ও সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। এর আগে ২৩ মার্চ নিজামীর পক্ষে অভিযোগভিত্তিক ও আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন নিজামীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
এর মধ্য দিয়ে মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হওয়ায় যেকোনো দিন রায় দেওয়া হবে বলে জানান ট্রাইব্যুনাল।