বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নতুন নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করে আওয়ামী লীগকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহবান জানিয়েছেন।
আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর নব নির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, '২০০৮ সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের আচরণে কোনো পরিবর্তন আসেনি। তারা গত ৫ জানুয়ারি একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আছে।'
তিনি বলেন, 'আমরা চাই সংলাপে গিয়ে যত দ্রুত সম্ভব একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে।'
তিনি আরও বলেন, 'বর্তমান যে বিরোধী দল তারা একটি গৃহপালিত দল। এই স্বৈরাচারী সরাকারের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান বা কার্যক্রম নেই।'