বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, 'জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশের নয়, আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছেন।'
আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন নামক একটি সংগঠন ‘ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডি : আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, 'নির্বাচন নিয়ে জাতিসংঘে রাষ্ট্রপতির এ ধরনের মন্তব্য প্রমাণ করে তার ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন। রাষ্ট্রপতি দেশের নয়, দলের মধ্যে বিলীন হয়ে গেছেন।'
তিনি বলেন, 'গত ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে, তা দেশবাসী ও বিশ্ববাসী দেখেছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকে বলেছেন, দেশের মানুষ নির্বাচন মেনে নিয়েছে। তারা বর্তমান সরকারকে সমর্থনও জানিয়েছে।'
তিনি বলেন, 'জাতিসংঘ মহাসচিব রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা বিশ্বাস করেননি বলেই সংসদের বাইরের দলগুলোকে নিয়ে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।'
তিনি আরও বলেন, 'দেশে এখনও মীরজাফরের দল সম্পদ লুটপাটে ব্যস্ত। তার প্রমাণ সুইস ব্যাংকে বাংলাদেশি অর্থের পরিমাণ বেড়ে যাওয়া। দেশের সম্পদ যারা লুট করে বিদেশে পাচার করছে, তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।'