'আওয়ামী লীগের অনেক অর্জন রয়েছে। তবে আরও অনেক অর্জন বাকি রয়েছে' বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ সোমবার সকাল পৌনে ৮টায় দলের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যার অতীত সুখ্যাতি রয়েছে। যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।'
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে আরও এগিয়ে যাবে। আগামী প্রজন্ম আওয়ামী লীগকে আরও এগিয়ে নিয়ে যাবে।'