বাংলাদেশের সঙ্গে ভিসা সরলীকরণে নিজের মত ব্যাখা করলেন অাসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সোমবার গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন 'জাতীয় সুরক্ষার প্রশ্নে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রস্তাব খারিজ করা হয়েছে।'
বাংলাদেশের সঙ্গে ভারতের ভিসা ব্যবস্থা শিথিল করার প্রশ্নে অাসাম রাজ্য সরকারের মতামত জানতে চেয়ে গত ১১ জুন চিঠি পাঠিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রনালয়। বিদেশ মন্ত্রনালয়ের তরফে রাজ্য সরকারকে বলা হয়েছিল ১৮ বছর বয়সের নীচে এবং ৬৫ বছর বয়সের উপরের কাউকে ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে হবে না। মন্ত্রনালয় সূত্রে খবর ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নততর করার লক্ষ্যেই ভিসা ব্যবস্থায় এমন উদারবাদের পোষকতা করা হয়েছিল। কিন্তু এই ব্যবস্থা কার্যকর হলে অাসাম বিপদের মুখে পড়বে বলে যুক্তি দর্শিয়ে গত ২১ জুন বিদেশ মন্ত্রনালয়কে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় রাজ্য সরকার। সেদিন মুখ্যমন্ত্রী পরিস্কার জানিয়ে দেন কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে সায় দিলে অাসামে বিদেশি সমস্যা আরও ভয়াবহ রূপ ধারণ করবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই নানা মহলে প্রশ্ন ওঠে।
এরপর আজ সোমবার তরুণ গগৈ এক প্রেস বিবৃতিতে বলেন, এর পিছনে কোন রাজনৈতিক উদ্যেশ্য নেই, জনস্বার্থেই কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবের বিরোধীতা করা হচ্ছে।