পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বিদেশি নাগরিকরা এই অঞ্চল ভ্রমণ করতে পারবে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক ফ্যাক্সবার্তায় জেলা প্রশাসকদের এ নির্দেশনা জানানো হয়েছে।
ফ্যাক্সবার্তায় জানানো হয়, ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৭ জানুয়ারি অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- কূটনৈতিক বাদে যেকোন বিদেশি নাগরিককে তিন পার্বত্য জেলায় যাওয়ার এক মাস আগে অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে কিছু বিদেশি ভ্রমনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করে। এসব বিষয়ে বিবেচনা করে সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৫/এস আহমেদ