চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করেছে। এর মধ্যে বিএনপি কর্মী আট জন, শিবির কর্মী আট জন ও জামায়াত কর্মী আট জন। বুধবার রাত ও বৃহস্পতিবার দিনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান বলেন, উপজেলা পর্যায়ে অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আছে।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৫/এস আহমেদ