আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা-২০১৫ নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীসহ সারাদেশে ৩২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন থাকবে। ঢাকার বাইরে সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৭৩ প্লাটুন, মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৮৭ প্লাটুন ও এসএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য ১৫০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।’
এ ছাড়া আরও ৩৮ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব