গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের তুলশিঘাটে পুলিশ পাহারার মধ্যে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন আরও অন্তত ৩০ জন। ১৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার তুলশিঘাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটণাস্থলেই এক শিশু মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও তিনজন। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও দু'জন।
সদর থানার ওসি রাজিউর রহমান বলেন, গাইবান্ধা সদর উপজেলার তুলশিঘাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতদের সবাই বাসের যাত্রী ছিলেন। তাদের গাইবান্ধা সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সুন্দরগঞ্জ থেকে নাপু পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি ছেড়ে আসে। গাইবান্ধা বাস টার্মিনালে পৌঁছার পর পুলিশ পাহারায় আরও যানবাহনের সঙ্গে সেটিও ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
তুলশিঘাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ওই বাসে পেট্রল বোমা ছুড়ে মারে।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ