বিএনপি জোটের রবিবার থেকে ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের ফলে ফের নির্ধারিত সময়ে এসএসসি পরীক্ষা শেষ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছ। তাই রবিবারের পরীক্ষা ওই দিনই হবে কিনা এ বিষয়ে উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা। আর এ কারণে কালকের পরীক্ষার বিষয়ে আজ শনিবার বিকেলে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শনিবার বিকেলে রবিবারের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে, শনিবার দেশব্যাপী শুরু হয়েছে এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এ পরীক্ষা। হরতালের কারণে ৪ ফেব্রুয়ারির পরীক্ষাগুলো পিছিয়ে ৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার সকাল ৯টায় এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব