জঙ্গিবাদের কাছে আমরা কখনো মাথা নত করবো না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকালে রোটারি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক রোটারি শান্তি সম্মেলন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের পেট্রলবোমা মেরে মানুষ হত্যা ও নাশকতার আন্দোলনে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আরও কয়েক শতাধিক মানুষ। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট যেন দেশের মানুষের বিরুদ্ধেই ‘যুদ্ধ’ ঘোষণা করেছে। ঠিক একাত্তরের মুক্তিযুদ্ধে এ ধরনের ঘটনা আমরা দেখেছিলাম। একই কায়দায় এবারও হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে।
তিনি আরও বলেন, সন্ত্রাসের কাছে মাথা নত করবো না, জঙ্গিবাদের কাছে আমরা মাথা নত করবো না। ইনশাল্লাহ আমরা এ কাজে সফল হবো বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী এসময় দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ের চিত্র তুলে ধরে বলেন, ওই সময়ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো বিএনপি-জামায়াত। মহাসড়কের গাছ কেটে ফেলেছিল তারা। পুলিশ-বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ২০ সদস্য তাদের হামলায় নিহত হয়েছিল। নিরীহ পশুও তাদের হামলা থেকে রেহাই পায়নি। তাদের ওই ধ্বংসযজ্ঞে যে ক্ষতি হয়েছিলো তা কাটিয়ে উঠতে নির্বাচনের পর আমরা প্রাণপণ চেষ্টা করেছি। নির্বাচনের পর তারা (বিএনপি-জামায়াত) আবার একই কায়দায় ধ্বংসযজ্ঞ শুরু করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাঙালি কখনও মাথা নত করে না। জঙ্গিবাদের কাছে আমরা মাথানত করবো না।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব