১৫ লাখ পরীক্ষার্থীর পরীক্ষার পথটা সুগম করতে এসএসসি পরীক্ষার দিন হরতাল প্রত্যাহারের জন্য আবারও অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ শনিবার সকালে চট্টগ্রামে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল পরিদর্শন শেষে তিনি এ অনুরোধ জানান। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি আরেকবার বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, পরীক্ষার দিন তারা (২০দলীয় জোট) যেন হরতাল প্রত্যাহার করে। হরতাল প্রত্যাহার করে ১৫ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার পথটা সুগম করে দিক। পরীক্ষার দিন ছাড়া তারা অন্য যেকোনো দিন চাইলে হরতাল দিতে পারে।’
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব