তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, 'খালেদা আগুন সন্ত্রাসী। তার সঙ্গে সংলাপ বা আলোচনা হতে পারে না। তাকে আত্মসমর্পণ করতে হবে'।
আজ শনিবার সকালে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে জাসদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ইনু বলেন, খালেদা জিয়া আগুন দিয়ে মানুষ হত্যা করছে। এর মাধ্যমে তার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। জনগণ এটা কখনোই মানবে না। এই মানববন্ধনে সভাপতিত্ব করেন জাসদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সফি উদ্দিন মোল্লা।
বিডি-প্রতিদিন/ ০৭ ফেব্রুয়ারি, ২০১৫/ রোকেয়া।