২০ দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আজ সকাল ৬টা থেকে দেশব্যাপী পুনরায় ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। বুধবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল পালন করবে বিএনপি নেতৃত্বাধীন জোট। তবে হরতালে দেশের কোথাও তেমন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
৬০ ঘণ্টার বিরতির পর শুক্রবার রাতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক বিবৃতিতে পুনরায় এ ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বুধবার ভোর ছয়টায় ৭২ ঘণ্টা হরতাল শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আরো ৩৬ ঘণ্টা হরতালের ঘোষণার চিন্তাভাবনা করছে বিরোধী এই জোট। যা আগামী মঙ্গলবারের মধ্যেই ঘোষণা করা হবে।
আগামী সপ্তাহ থেকে ‘অসহযোগ’ কর্মসূচিও আসতে পারে জানিয়ে দলের একজন সাংগঠনিক সম্পাদক জানান, এটা নির্ভর করবে পরিবেশ পরিস্থিতির ওপর। ‘দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে নেতা-কর্মী হত্যা, গুলি করে নেতা-কর্মীদের পঙ্গু, সারা দেশে বিরোধীদলের নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতার, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃরুদ্ধার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপিসহ ২০ দলীয় জোটের সিনিয়র নেতারা ও সব রাজবন্দীর মুক্তি’র দাবিকে হরতাল আহ্বানের কারণ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে ২০ দলীয় জোটের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্য জোটনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ