চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে জাতিসংঘ।
নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন, “জাতিসংঘ শান্তিরক্ষী মিশন রাজনৈতিক প্রক্রিয়া থেকে আলাদা এবং এই মিশনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই।”
শান্তিমিশনে সদস্য পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়েছিল- বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে শান্তিরক্ষী মিশনে সবচেয়ে বেশি সদস্য সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশের ওপর এর কোনো প্রভাব পড়বে কিনা?
৫ ফেব্রুয়ারি জাতিসংঘ সদর দপ্তরে ওই নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একজন সংবাদদাতা এ প্রশ্ন রাখেন।