বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ক্ষমতায় ছিল, হয়তো আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তা জনগণের পোড়া লাশের ওপর পাড়া দিয়ে কেন?” খালেদাকে ফের ক্ষমতায় আসতে হলে গণতান্ত্রিক উপায়েই যেতে হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আজ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়ার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, “বিরোধী নেত্রী মনে হয় উন্মাদ হয়ে গেছেন। তা না হলে বাড়ি ছেড়ে অফিসে বসে কী আন্দোলন ঘটাচ্ছেন?”
বিরতিহীন অবরোধে বিএনপি নেতৃতাধীন জোটের অর্জন নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, “এক মাসে তাদের অর্জন কী? মানুষ পুড়িয়ে তারা কী পেল?”
২০ দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যেই আজ সকাল ৬টা থেকে ফের দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতাল চলছে।
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ