খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মানুষের সঙ্গে মানুষের আলোচনা হতে পারে কিন্তু কোনো পশুর সঙ্গে আলোচনা নয়। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট মানুষ মারা বন্ধ না করলে তাদের সঙ্গে কোনো কথা নয়।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় খাদ্যমন্ত্রী বিএনপি-জামায়াত জোটের অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হয়ে রাস্তায় নেমে প্রতিরোধের আহ্বান জানান।
'বোমা মেরে মানুষ হত্যা, দেশ ও জনগণের বিরুদ্ধে খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি বন্ধের দাবিতে' আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা