তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশব্যাপী চলমান নাশকতা বন্ধ করলেই বিএনপির সঙ্গে সংলাপ বা রাজনৈতিক আলোচনা নিয়ে চিন্তা করা হবে। অন্যথায় নয়। দানবের সঙ্গে মানবের সংলাপ হতে পারে না।
আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংলাপের কথা বললেও বিএনপি ‘গঠনমূলক কোনো প্রস্তাব’ দিতে পারেনি। সাংবিধানিক শূন্যতা সৃষ্টির জন্য ২০ দলীয় জোট নেত্রী ‘অস্বাভাবিক প্রস্তাব’ দিচ্ছেন।
এদিকে গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধ ডাকার আগে গত বছরের শেষ দিন সংবাদ সম্মেলন করে সব পক্ষের সামনে সাত দফা প্রস্তাব তুল ধরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তার ওই প্রস্তাবের মূল বক্তব্য ছিল ‘নির্দলীয়’ সরকারের অধীনে অবিলম্বে জাতীয় নির্বাচন করা, যে সরকার হবে প্রতিদ্বন্দ্বী সব পক্ষের সম্মতির ভিত্তিতে।
খালেদার সেই প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ হিসাবে উল্লেখ করে তখনই সরকারের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়।
এরপর নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে লাগাতার অবরোধ ডাকেন খালেদা জিয়া। এই কর্মসুচির মধ্যেই দফায় দফায় হরতাল করছে ২০ দল। অবরোধ-হরতালের নাশকতায় এ পর্যন্ত অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই মারা গেছেন বোমার আগুনে পুড়ে।
এসব নাশকতার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে আইনের ধারা খতিয়ে দেখা হচ্ছে বলেও তথ্যমন্ত্রী জানান।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ