ঈশ্বরদী স্টেশনে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার বিকেল পৌনে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর ২টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী স্টেশন থেকে লোকশেড ইয়ার্ডের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পরে ইঞ্জিন পরিবর্তন করে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে রওনা দেয়।
বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা