সুুশীল সমাজের যারা সংলাপের কথা বলছেন তারা বিএনপি-জামায়াতের অপকর্মকে আড়াল করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। রোববার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, আন্দোলনের নামে যে সন্ত্রাসী কর্মকান্ড চালানো হচ্ছে তা বন্ধের কথা না বলে কিছু কিছু বুদ্ধিজীবি সংলাপের ধোয়া তুলছেন। এটি জাতির জন্য দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কথা-বার্তা মানুষকে বিভ্রান্ত করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, হাবিবুর রহমান, ড. আব্দুর রাজ্জাক, ফরিদুন নাহার লাইলি, ড. আবদুস সোবহান গোলাপ, বদিউজ্জামান ভূইয়া ডাবলু, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী প্রমুখ।