বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানে অবস্থিত রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের জন্য অবস্থান নিয়েছে শ্রমিক লীগের শতাধিক নেতাকর্মী। আজ সোমবার দুপুর ১২টায় তারা এ অবস্থান নেয়।
এরআগে বেলা সোয়া ১১টার দিকে গুলশান দুই নম্বর গোলচত্বরে শ্রমিক লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সেখান থেকে বেলা ১২টার পরে বেগম খালেদা জিয়ার ৮৬ নম্বর সড়কে অবস্থিত কার্যালয় ঘেরাওয়ের জন্য আসে। ৮৬ নম্বর সড়কে প্রবেশ করলে পুলিশ তাদের আটকে দেয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিক লীগের নেতাকর্মীরা ৮৬ নম্বর সড়কে অবস্থান করছে। নেতাকর্মীরা অবরোধ-হরতালবিরোধী বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।
বিডি-প্রতিদিন/ ৯ ফেব্রুয়ারি ,২০১৫/ নাবিল