পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। আজ দুপুর ১২টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বার্নিকাট জানান, দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতা শক্তিশালী করতে আলোচনা হয়েছে। শিগগির সাংবাদিককের সঙ্গে বিস্তারিত কথা বলবেন বলেও জানান তিনি।
এদিকে, বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ৯ ফেব্রুয়ারি ২০১৫/ শরীফ